1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত - UTTARA BUSINESS NEWS
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন জানিয়েছে, এই বন্যার ফলে বাড়িঘর ডুবে গেছে, বহু পরিবার গৃহহীন হয়েছে এবং খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে প্রশাসন। ইতোমধ্যেই খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ত্রাণ বিতরণে সহায়তা করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের হাত বাড়ানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। ত্রাণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও আর্থিক সহায়তার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য সরকার, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এছাড়া, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন নদী ব্যবস্থাপনা ও বন্যা প্রতিরোধে যথাযথ পরিকল্পনা গ্রহণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট