1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
‘প্রতিশোধের’ লড়াইয়ে চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে ঢাকা - UTTARA BUSINESS NEWS
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

‘প্রতিশোধের’ লড়াইয়ে চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে ঢাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

চিটাগং কিংসের বিপক্ষে প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালস পাত্তাই পায়নি। সিলেটে ম্যাচ হেরেছিল ৭ উইকেটে। দুই দল এবার মুখোমুখি হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টস জিতে চিটাগং কিংস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।চিটাগংয়ের জন্য এই ম্যাচটি জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লড়াই। ঢাকার জন্য ম্যাচটি প্রতিশোধের। টুর্নামেন্টের শুরু থেকে টানা হেরে আসা ঢাকা নয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে। শেষ তিন ম্যাচে যদি তারা জয় পায় ‘প্লে’ অফের আশা কিছুটা হলেও বেঁচে থাকবে। অন্যদিকে চিটাগংয়ের ‘প্লে’ অফ প্রায় নিশ্চিত। আট ম্যাচের পাঁচটিতেই তারা জিতেছে। আজ জিতলে তারা সেরা চারের লড়াইয়ে এগিয়ে যাবে।

ঢাকা একাদশে মাঠে নামিয়েছে পেসার মেহেদী হাসান রানাকে। দলে ফিরেছেন মুনিম শাহরিয়ার। বাদ পড়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে ফারমানউল্লাহর পরিবর্তে সুযোগ পেয়েছেন যান্সফোর্ড বেটন। চিটাগং একাদশে দুই নতুন বিদেশী যুক্ত হয়েছেন। উসমান খান ও মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এসেছেন জুবায়েরউল্লাহ আকবারি ও হুসেন তালাত। চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, জুবাইরউল্লাহ আকবারি, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, হুসেন তালাত, আরাফাত সানী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম। ঢাকা ক্যাপিটালস: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান রানা, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, রিয়াজ হাসান, র্যান্সফোর্ড বেটন, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট