1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮ - UTTARA BUSINESS NEWS
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

কানাডার টরেন্টোতে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে। এতে এক শিশুসহ ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। উদ্ধারকর্মীরা তাদের সবাইকে উদ্ধার করেছেন।

টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টরন্টোতে ব্যাপক তুষারপাত হয়েছিল। আবহাওয়াও খারাপ ছিল। তবে আবহাওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এছাড়া, আবহাওয়ার এমন পরিস্থিতির কারণে বিমান চলাচল ব্যহত হচ্ছে।

বিমানবন্দর থেকে ফায়ার সার্ভিস প্রধান টড এইডকেইন জানিয়েছেন, রানওয়ে ছিল শুষ্ক। কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ জানান, তিনি বিষয়টির ওপর নজর রাখছেন। দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রী জন নেলসন সিএনএনকে বলেন, “এটা আশ্চর্যজনক যে আমরা এখনো এখানেই আছি।”

তিনি বিমানের ১০ নম্বর সারিতে ছিলেন। দুর্ঘটনার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, “ বিমান উল্টে যাওয়ার পর লোকজন বের হওয়ার জন্য চিৎকার শুরু করেন। ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।” বিমান উল্টানোর পর তিনি ও তার পাশের যাত্রীও উল্টো হয়ে ঝুলছিলো বলে জানান। পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট