1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
অস্ত্র হাতে বাজারে গিয়ে হুমকি, যুবদল নেতা বহিষ্কার - UTTARA BUSINESS NEWS
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

অস্ত্র হাতে বাজারে গিয়ে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম পিন্টু শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। গতকাল রাতেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলম পিন্টুকে বহিষ্কার করা হয়। দলটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয়েছে চিঠিতে।ভাইরাল ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা যায়, মাথায় লাল গামছা পেঁচিয়ে রামদা, লোহার রড, হকিস্টিকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে বিকেল ৪টার দিকে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে তার লোকজন বাজারে আসেন। ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান’ বলে স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা। তারা এমসি বাজার ইউটার্ন থেকে মিছিল নিয়ে বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে থামেন।ভিডিওতে যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে একটি প্লাস্টিকের চেয়ারের ওপর দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বাজারের দোকানীদের উদ্দেশে বলতে শোনা যায়, “এই মুহূর্তে আমি বাজারে খাজনা উঠানো শুরু করব। এমসি বাজার এখন থেকে আমার নিয়ন্ত্রণ চলবে। কেউ বাধা দিলে পরিনতি ভয়াবহ হবে।”

নাম প্রকাশে অনিচ্চুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, এমসি বাজারটি আবু বক্কর সিদ্দিক নামের একজন ইজারা নিয়েছিলেন। তার ইজারার মেয়াদ এখনো শেষ হয়নি। হঠাৎ করে শনিবার বিকেলে একদল যুবক মাথায় গামছা পেঁচিয়ে বাজারে এসে দোকানদারের নিকট খাজনার দাবি জানান। খাজনা দিতে রাজি না হওয়ায় দোকানীদের হুমকি দেয়। এ সময় জাহাঙ্গীর আলম নামে এক যুবদল নেতা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে এমসি বাজারের একাধিক দোকানী জানান, বিকেলে হাতে রামদাসহ শতাধিক যুবক বাজারে এসে ভাসমান দোকানীদের কাছে খাজনা দাবি করেন। খাজনা না দিলে বাজারে ব্যবসা করতে দেবে না বলেও হুমকি দেন তারা।

এ বিষয়ে জানতে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, “দল থেকে সবসময় অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাহাঙ্গীর আলম পিন্টকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

গাজীপুর জেলা যুবদলের আহব্বায়ক আতাউর মোল্লাহ বলেন, “কোনো ব্যক্তির অপকর্মের দায় নেবে না সংগঠন। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টির খোঁজ পেয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতাদের কাছে জানিয়েছি। তাৎক্ষনিক তাকে (জাহাঙ্গীর আলম পিন্টু) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল গামছা পেঁচিয়ে রামদা হাতে প্রকাশ্যে মহড়া দিয়েছে একদল যুবক। এসময় এমসি বাজার নিয়ন্ত্রণ নিতে মাইকে ঘোষণা দেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট