1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
শেষ ‍মুহূর্তের গোলে রিয়ালের জয় - UTTARA BUSINESS NEWS
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

শেষ ‍মুহূর্তের গোলে রিয়ালের জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভার্দের করা চমৎকার এক গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে যোগ করা সময়ে পাওয়া জয়ে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে টিকে রইলো লস ব্লাঙ্কোসরা।ম্যাচের ৯০+৩ মিনিটের মাথায় ভালভার্দে তার বাম পায়ে নেওয়া দুর্দান্ত এক হাফ-ভলিতে বল জালে জড়ান। দ্বিতীয়ার্ধ জুড়ে রিয়ালের লাগাতার আক্রমণের ফলস্বরূপ আসে এই গোলটি।

এটি ছিল এই মৌসুমে ভালভার্দের ষষ্ঠ লিগ গোল। তবে, গেল বছরের ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে করা গোলের পর এটাই তার প্রথম। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকলো রিয়াল মাদ্রিদ, হাতে আছে আরো ছয়টি ম্যাচ।

আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর কঠিন সময় পার করছিল রিয়াল। তবে এই জয় দিয়ে দলটি আবার ঘুরে দাঁড়িয়েছে এবং লিগ শিরোপা জয়ের আশা এখনও টিকিয়ে রেখেছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গোল পাচ্ছিল না রিয়াল। ক্যামাভিঙ্গার শট এবং জুদ বেলিংহামের হেড সেভ করে দলকে অনেকক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখেন তিনি।খেলার ১১ মিনিট বাকি থাকতে ভিনিসিয়াস জুনিয়রের নিখুঁত শট গোলপোস্টে পাঠালেও ভিএআর দেখে সেটি বাতিল করে দেওয়া হয়। কারণ, তার আগে এন্ড্রিক সামান্য অফসাইডে ছিলেন। পরে বেলিংহামকে ফাউল করা হলেও তা গুরুত্বের সঙ্গে না নেওয়ায় রিয়াল ভক্তদের হতাশ হতে হয়।

ভিনিসিউস ও বেলিংহামের পাশাপাশি ভালভার্দেও দুইবার গোলের কাছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে তিনি আনচেলত্তির চাপ কিছুটা কমিয়ে দেন। এখন রিয়ালের পরের লক্ষ্য হলো শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনাকে হারানো।

উল্লেখ্য, লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া কিলিয়ান এমবাপ্পে অবশ্য এই ম্যাচে খেলেননি। তবে কোপা দেল রের ফাইনালে খেলতে পারবেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট