1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান - UTTARA BUSINESS NEWS
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান। কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি স্থগিত করাসহ পাঁচ বড় পদক্ষেপ নিয়েছে মোদি সরকার।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপের সমালোচনা করেছেন। পদক্ষেপগুলোকে তিনি ‘অসতর্ক’ এবং ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসলামাবাদ কড়া প্রতিক্রিয়া জানাবে। বুধবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দার বলেন, “ভারত সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার সঙ্গে পাকিস্তানের সংযোগের কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ক্ষোভের মাথায় ভারত এসব সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হচ্ছে।” তিনি আরো বলেন, “ভারতের অভ্যন্তরীণ সমস্যার জন্য পাকিস্তানকে দোষারোপ করার পদ্ধতি নতুন নয়। ভারত যখনই কোনো সংকটের মুখোমুখি হয় তখনই পাকিস্তানের উপর দোষ চাপায়।” দার নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে’ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনসিসি) একটি সভা ডেকেছেন।

তিনি উল্লেখ করেন, ভারতের ঘোষণাগুলো অনুপযুক্ত এবং এনসিসি শক্ত প্রতিক্রিয়া জারি করবে। তিনি ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপগুলোকে তাড়াহুড়ো এবং আবেগপ্রবণ বলে সমালোচনা করে বলেন, “এইভাবে সন্ত্রাসবাদের উপর ক্রোধ প্রকাশ করা উপযুক্ত নয়।”

উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় বুধবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বড় অবনতি হয়েছে ভারতের। সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি ওয়াঘার আটারি সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে পাকিস্তানিদের জন্য সব সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে ইস্যু করা সার্ক ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা-সংক্রান্ত কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট