২৪ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দি টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড নামক রেস্টুরেন্ট বিপুল পরিমাণ অবৈধ এবং অননুমোদিত বিদেশী মদ গোপনে গুদামজাত করছে। একইসাথে রেস্টুরেন্টটি টাইগার বার নাম ব্যাবহার করে পূর্ণাঙ্গ বারের মত লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সুত্রে জানা যায় উক্ত বারে বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ হয়। তাদেরকে স্থানীয় জনগণ বিভিন্ন সময় বাধা প্রদান করলে তারা হামলার শিকার হন।
সকল অভিযোগ বিবেচনা করে র্যাব-১ এর একটি অনুসন্ধনী দল তদন্ত শুরু করে এবং বিভিন্ন অসংগতির প্রমাণ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার পূর্বে তাদের কাছে বার লাইসেন্স সংক্রান্ত দলিল চাওয়া হলে বারের ম্যানেজার, ক্যাশিয়ার এবং কর্মচারীরা আত্মগোপন করে। পরবর্তীতে তাদেরকে বারের একটি গোপণ কক্ষ থেকে আটক করা হয়। সার্বিকভাবে প্রতিষ্ঠানটিতে টাইগার বার নামে নিবন্ধিত কোন দলিল পাওয়া যায় নি। রেষ্টুরেন্টটি বেআইনীভাবে নামটি ব্যাবহার করে দীর্ঘদিন যাবত বার ব্যাবসা এবং অসামাজিক কার্জকলাপ পরিচালনা করছে বলে তথ্য পাওয়া যায়। উক্ত রেস্টুরেন্টে গত ৩১ মার্চ বিভিন্ন অসঙ্গতির জন্য মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক জরিমানা করা হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে রেষ্টুরেন্টের ২য় তলা, ৩য় তলা এবং ৪র্থ তলায় সর্বমোট ৪ টি গোপন স্টোর পাওয়া। গোপণ স্টোরগুলো থেকে বিপুল পরিমাণ অননুমোদিত বিদেশী মদ এবং বিয়ার জব্দ করা হয়। উদ্ধার হয়
মোট বিয়ার+মদ=২৫৭৯.২৫ লিটার (৫৫১৪ বোতল+ক্যান, বিয়ার=১৩৯২ লিটার (৪২২০ বোতল+ক্যান), বিদেশী মদ=৯৩৬.৭৫ লিটার (৯৬০ বোতল), দেশী মদ=২৫০.৫ লিটার (৩৩৪ বোতল)
যার আনুমানিক মূল-৩,৫৫,২০,০০০/-টাকা। নগদ-৪,৪৫,৮২০/- টাকা, ল্যাপ্টপ-০৩টি ,মোবাইল ফোন-০৩টি । গ্রেফতার হয় কামাল হোসাইন (২৬), মোঃ আলাল শেখ @ আল আমিন (৩১), শুভ্র আন্তনী পীরিজ @ শুভ্র এবং লিটু দেবনাথ (২৬)।