এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ৫৮তম বার্ষিক সভায় যোগ দিতে ইতালি যাচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৩ মে) সকাল ১০টা ১৫ মিনিটে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ৪ মে ইতালির মিলানে সংস্থাটির বোর্ড অব গভর্নসের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বার্ষিক সভার পাশাপাশি অর্থ উপদেষ্টা এডিবির প্রেসিডেন্ট, উচ্চ পদস্থ কর্মকর্তা ও সদস্য রাষ্ট্রের অর্থ মন্ত্রীদের সঙ্গে সাইড লাইনে মতবিনিময় করতে পারেন।
আগামী ৯ মে তিনি দুবাই হয়ে দেশে ফিরবেন।অর্থ উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত সচিব আসিফ ইকবাল ও জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।