পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি উভয় দেশকে ‘শান্ত’ থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরো জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রীপুরো বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
‘অপারশেন সিঁদুর’ এর একটি পোস্টার এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানে হামলার সমর্থনে ভারতের বিরোধী নেতারাপাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী নেতা।
প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি।”
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। এ ঘটনার পর থেকেই তার দল সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের পাশে আছে বলে জানিছেন মল্লিকার্জুন।
পাকিস্তানিদের ‘ব্যর্থ জাতি’ বলে অভিহিত করে অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান এবং ভারতের হায়দ্রাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়াইসি এ হামালকে সমর্থন জানিয়েছেন।
ভারতের হামলা: কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকআশঙ্কাকে সত্যি করে দিয়ে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিদুঁর’ নামের এই সামরিক অভিযানের আওতায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত।
গভীর রাতে ভারতের এই হামলাকে কাপুরুষের কাজ হিসেবে বর্ণনা করে এর কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের তথ্যমন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন।
মঙ্গলবার গভীর রাতে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে। দিল্লি বলেছে, যে পহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ভারতের হামলায় পাকিস্তানে শিশুসহ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
পাকিস্তান বলেছে, তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এর জবাব দেবে।