1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
আজ ‘প্রমিস ডে’, ভালোবেসে প্রতিজ্ঞা করার দিন - UTTARA BUSINESS NEWS
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

আজ ‘প্রমিস ডে’, ভালোবেসে প্রতিজ্ঞা করার দিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

আজ ১১ ফেব্রুয়ারি, প্রেমের সপ্তাহের পঞ্চম দিন। এই দিনকে প্রেম বা ভালোবাসার সম্পর্কের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলা যায়। কারণ দিনটিই ‘প্রমিস ডে’। অর্থাৎ প্রতিজ্ঞার দিন। অনেকেই বলেন, বছরে একটি দিনে কেন প্রতিজ্ঞা করতে হবে? তারা ভুল বলেন, তা নয়। নিশ্চয়ই ভালোবেসে যেকোন সময় প্রতিজ্ঞা করা যায়। সত্যিকথা বলতে অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী যদি বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্‌যাপন করার জন্য, তাতে ক্ষতি কী?ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা। মনোবিদরা বলেন, যদি ভবিষ্যতের কথা চিন্তা করে লং-টার্ম রিলেশনশিপের দিকে এগোনোর পরিকল্পনা থাকে, তাহলে প্রমিস করা খুব জরুরি। আর যদি সেই সম্পর্ক লং ডিস্ট্যান্স হয়, তা হলে প্রমিস বা অঙ্গীকার আরও বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে।
প্রিয়জনকে কোনও উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন। খাবার হোক বা এমন কিছু জিনিস দেওয়া যেতে পারে, যা দুইজনের কাছেই সারাজীবন থেকে যাবে। আর খুব ছোটখাটো কোনও সমস্যা থাকলেও তা এই দিন মিটিয়ে নিতে পারেন। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়।

আগের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সারাজীবন হাত ধরে চলার প্রতিশ্রুতি নিতে পারেন এই দিনে। সম্পর্কে প্রয়োজন একে অপরকে সম্মান জানানো। আজকের এই দিনে একে অপরের প্রতি সম্মান জানানোর প্রমিস করতে পারেন। এতে সম্পর্কের স্বাদ সবসময় সুন্দর থাকে। ভালোবাসার প্রাথমিক শর্ত পাশে থাকা। বিপদেও হাত না ছাড়ার প্রতিজ্ঞা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠুক এই দিনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট