লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) সকালে দেশে আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ফিরে আসাকে কেন্দ্র করে বাসভবন ফিরোজা ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাসভবন ফিরোজার সামনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্সসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত আছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় সোমবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি শেষে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের।
বিমানবন্দর থেকে তিনি সড়কপথে সরাসরি তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় উঠবেন।